1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

মেডিক্যালে ভর্তির ফল প্রকাশ

  • আপডেট টাইম :: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক‌্যাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। মেধার ভিত্তিতে ৩৭টি সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন নির্বাচিত ৪ হাজার ৩৫০ জন। তাদের মধ্যে নারী ২ হাজার ৩৪১ ও পুরুষ ২ হাজার ৯ জন। উত্তীর্ণদের মধ‌্যে থেকে বেসরকারি ৭০টি কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৪৭ জন।

বোরবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষা বিভাগের সচিব আলী নূর।

মেধা তালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তার রোল নম্বর ২৫০০২৩৮। সব মিলিয়ে তিনি ২৮৭ দশমিক ২৫ নম্বর পেয়েছেন। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭ দশমিক ২৫।
এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন।

সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে মেডিক‌্যাল কলেজের ভর্তি পরীক্ষা হয়। এবার করোনা মহামারির কারণে প্রায় ছয় মাস পর গত শুক্রবার (২ এপ্রিল) সকালে দেশের ১৮টি সরকারি মেডিক্যাল কলেজ ও একটি সরকারি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

মেডিক‌্যালে ভর্তি পরীক্ষার ফল জানতে এখানে (http://result.dghs.gov.bd/mbbs) ক্লিক করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!